About Course
প্রতিযোগীতার এই যুগে ফাইভারের এলগরিদম বুঝে কার্যকরি স্ট্র্যাটেজি ব্যবহার করে নিজেকে সফল ফ্রিলান্সার হিসেবে গড়ে তুলার সকল সিক্রেট পেয়ে যাবেন এই কোর্সে। যেমনঃ- ফাইভার ফ্রিলান্সিং ফান্ডমেন্টাল থেকে শুরু করে প্রফেশনাল ফাইভর একাউন্ট ক্রিয়েশন, সঠিক কি-ওয়ার্ড রিসার্চ, আই-কেচিং গিগ পাবলিশ, কার্যকরি উপায়ে গিগ মার্কেটিং করা থেকে শুরু করে ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট।